ইথারের ছন্দে ভার্চুয়াল এক পূর্ণহৃৎপিণ্ড
বাস্তবিক শিথিলতা রেখে যায় চেয়ে দ্যাখো-
কল্পনায় ঝগড়ায় তুমি যেন অগ্নিকুণ্ডে
প্রবেশ করেছ তাই পোড়া ছবি কত আঁকো!
বুঝিতে পারনি আজো তাই তর্জনীনড়নে
স্মার্টফোনের আলোকস্ক্রিনে ঠেসে রাখা চোখ
সু-কাজ ভুলিতে বাকি কত আর খুঁজে দ্যাখো মনে;
অকারণ কু-বার্তায় কত না ব্যথার রোখ,
তোমায় যে নিয়ে যায় আঁধারের কোণে!


হে জীবনপ্রেমী, শোন, নীল কালির এ কাব্য
যেন মাহামৃত্যুডাক, আহা হারায় কর্তব্য!