হাসব আজি খিলখিলাখিল করব হট্টগোল
সবাই মিলে দম আটকিয়ে পেটটি করব ঢোল,
আয় তো সবাই বুড়ির মতো কুঁজো হয়ে হাঁটি,
উলটোপালটা নাচ মেরে বল্ নাচ হয়েছে খাঁটি।
যত রকম দুষ্টুমি সব আজ করে নে ভাই,
কাল তো আমরা যাবো বাড়ি ঠিক হয়েছে তাই।


আমার কথা শুনে সবাই নাচ করেছে শুরু
নাচ জমিয়ে মরছি ভয়ে বুকটা দুরুদুরু।
যা ভেবেছি তাই হলো ঠিক বড়ো মামা এসে,
সবাইকে এক ধাওয়া দিয়ে আমায় ধরে ঠেসে।
বলল মামা, শোনো বাবা, বেড়াতে যে এলে,
বাড়ি গিয়ে বলবে কী যে কেমন শিক্ষা পেলে!
চলো,  দুটো ভালো ছড়া পড়বে তুমি আজ,
লেখা সেথায়, 'শিশুরা সব করবে মহান কাজ।'