প্রকৃতি! তোমাকে খুব ভালোবাসি; তোমার
বদলটা জানা আমার।
এখন, গ্রীষ্মে-  বুক ফাঁটা গান, বর্ষাকান্না পরে।
কেঁদে উঠে, সাদা হাসি হেসো, দেখি; আর
'সাদা' ভাসে মেঘ ধরে।


তবু বিরক্ত না হই, জানিতো তোমার বদলপালা,
যখন যেভাবে এসো, ভালবাসি কত আকুলতা নিয়ে
তোমার বদল জানি আমি  তা একলা
দেখি চেয়ে চেয়ে  নবান্নের সে ধানের গন্ধ দিয়ে
প্রাণে দোলা দাও, বলো- ভালবাসি।
কিছুদিনে বুক-কাপুড়ে আরও গরম-চাদর
ঘন কুয়াশার চাপ সইতে কী আসি?
তবু সে সোহাগমাখা ঢং রঙ আদর
আমারে দিয়েছ; এতটা বদল বারবার আর
কত যে সইব বল!
সেই অনুরাগে ফুলের পাপড়ি দেখিয়ে বললে, "কার
উপর আস্থা রেখে তুমি চল?


আমার বদল ভুলনা কখনো আর
প্রকৃতি যে আমি, রেখো
মনে; আমার বদল হবে বারবার,
অদল বদল দেখো।"


মানুষেরও আছে প্রকৃতিভেজা মন।
তাই তো বদল; ক্ষণে ক্ষণ।


তাঁহার পথেতে চল, যাঁর নাই বদল-
প্রকৃতির পিতা। যিনিই বিশ্বে-ভূবনে-অতল।


প্রকৃতি ঘুরবে, প্রভু অ-বদল রবে
প্রকৃতিতে নয়, প্রভুপ্রীতিটা ধরবে।