আমার মৃত্যুডাক রক্তকণায় সাড়া তোলে
অসুস্থতার অনুভূতি
জাগিয়ে দেয় হৃৎপিণ্ডে;
ব্যথার আয়োজন দুর্বলতার উপহার দেয়
আয়োজনে অস্ফুট কণ্ঠ শুনি :
আমরা তোর গায়ের রক্ত বলে জানবি, রক্ত!


রক্ত ছাড়া মানুষ কি বাঁচে?
বাঁচে না সত্যি । আমিও তাই রক্ত নিয়ে বাঁচি আজও।


আমরা রক্তরোগী হলে,
অসুস্থ হয়ে বাঁচি;
হৃৎপিণ্ড জানে রক্তরোগীর সিম্পটম কেমন হয়!


জীবনের অসুখ রক্তরোগবাহী চিরকাল;
জননের সাত্বত সংবিধান মহাসুস্থতার বিশ্ব।