স্যাপিওসেক্সুয়াল


ত্বকের আলোক আর ওমন সু-হাসি
যদি কোনোদিন তাকে পাগল না করে,
কোনোদিন কোনোভাবে তুমি "ভালোবাসি"
শব্দটি শোননি- যার কন্ঠে ভুল করে।
রূপে মুগ্ধ নন যে সত্যি আইডিয়াল-
গুণপ্রেমীই স্যাপিওসেক্সুয়াল।


জগতের বুকে মাহারথি সেইজন
যেইজন নারী-টাকা সবকিছু ফেলে,
গুণবাদ গুণবাণী খুঁজে যার মন,
জাগতিক রূপ-রস সদা অবহেলে-
মরে গিয়ে বেঁচে রবে ওরা চিরকাল
জ্ঞানকামীই স্যাপিওসেক্সুয়াল।


মস্তিষ্কের স্নায়ুরসে আহা কত সুখ!
নীরবে সু-রসে ভরে ওঠে তার বুক!
শুধু বুদ্ধিমত্তা দেখে প্রেম জাগে হৃদে,
বাহ্য রূপে বাহ্য কামে নাই কোনো খিদে।
মহাসুখী বীর্যবান ছন্দে কবিয়াল,
মহাকবি যে স্যাপিওসেক্সুয়াল।