আকাশের ভগবানে যার খুব ভক্তি
শয়তান সেই জন,
কল্পনায় তার মন,
কাজ ফাঁকে থাকে তার কর্মহীন শক্তি।


মানুষকে পর ভাবায় শাস্ত্রটার নাম কী?
বিভেদের সুর তোলে,
পাশবিক বাক্ রোলে,
মানুষকে পুড়ে খায়, এটা কার জ্ঞান-ফি?


এসো আজ খুঁজি পথ বিজ্ঞানের অভিমত;
বোকাদের বাদ দিই,
বিজ্ঞান-ধর্ম নিই,
বিজ্ঞদের চোখে যা, সুন্দরের শুভপথ...


জীবনের জয়পথে জীবনবাদ  ছাড়া আর
ধর্ম কি বিজ্ঞান,
কোনোটার ঘ্যানঘ্যান
শুনিনা মানিনা আমরাই, কারা আর!