ইদানীং ইথারের ভূত  "ভালোবাসা"
নামে পাপরূপে থাকে শাতনিক প্রাণে,
যমরাজ আঁধারের দেশে বসে আশা
রাখে: একদিন মুঠোফোনে কামঘ্রাণে
জগতের মানুষেরা নগ্নতার জ্বরে
আঁধারে কাঁপুনি দিবে নরক-নগরে।


সেইদিন নাই বাকি এসে গেছে আজ
কত বড়ো হীনবোধ করছে বিরাজ।
প্রেমবাহানায় ফোনকলে নগ্নছায়া
চিরকাল যা নিষিদ্ধ সেই পাপ-কায়া
ত্বকসর্বস্ব পাপমুখী কত-না আলাপ,
ধিক তারে ধিক জেনো ওই মহাপাপ!
আমি পরিশুদ্ধ বিশ্ব চাই সমকালে
তাই বলি, যেও না'ক ওই রসাতলে।


প্রেম ত্বকমুখী নয়, প্রেম আত্মামুখী;
শুদ্ধ হও, শুদ্ধ করো, বুদ্ধ মহাসুখী।