এসো এসো, ব্যথাতুর, দুঃখ জীবাণুর
আঘাতে বিরহব্যথী যারা সবে এসো,
মুছে দিব দুঃখ; ওই সজল চক্ষুর
দুঃখ-ফাঁসে কেউ নাই আর ফেঁসো। 
অনেক দেখেছি ওইসব অশ্রুপাত 
এসো, আজ করে দিব- দুঃখের নিপাত;
আমি তোমাদের এনে দিব হাসিমুখ
এনে দিব- তোমাদের বুক ভরা সুখ।


পৃথিবীর মানুষের মহাসুখ-ধরা
মহাপ্লাবনে আনবে স্বর্গের অমরা।
শোনো: সব আমি-আমি আমার-আমার
মিছে বোধ ছাড়ে যারা- মহাসুখ তার;
সবকিছু আপনার;  নতুবা কিছু-না
তুমি-তুমি একাকার একাকী সুখী না।