চোখের জলের খুব নিচে তুমি আমি
সাদা রঙে ঢাকা; আমি  লুকিয়ে দেখেছি
আমারা দুজন ছাড়া সব ঘুমযামী;
জেগে ওই পূতঃ পদে মনন রেখেছি
রেখে বলি- "আমি শুধু তোমার সন্তান,
পৃথিবীর বুকে যত- সবকিছু ভান।"
তুমি কত অপরূপ মনভোলা জ্যোতি
আমি দেখি। সুধা লুটি। যেন অ-বিরতি।


আমার কখনো দৃষ্টিহানি হয়ে গেলে
দেখাও ও-আলো প্রিয় চোখে দীপ জ্বেলে।