'ভালোবাসা' নয় সে-আভিধানিক কোনো শব্দের  রূপ:
এক পদার্থজাত বিজ্ঞান;
হৃদয়ে ধাক্কা খায় আওয়াজে সে-প্রতিধ্বনি খুব...
তাই তো শব্দ নয় ওটা, ওটা  শব্দকামান।
আমি পুনরায় বলছি, আমার রাঙা দর্শন-
'ভালোবাসা' নয় কখনো শব্দ: প্রাণ-ঘর্ষণ।
জড়বিজ্ঞান নয়,
সে যে প্রাণে প্রাণে বয়।