পাথরের মুরতির উপাসনা বলতে কী বুঝি? ফুল দিয়ে তা'র উপাসনা করি-- এমনই বুঝি, বলো! আমার যে আরাধনা-- ভিন্নার্থ শোনাচ্ছে ওই বিবেকমন্দিরে; গাছেরা শোনায় যেমন সুপক্ক বীজের কাহিনি : ''লোকপ্রেম থেকে বড়ো কোনো সাধনায় খুব অবিশ্বাস রেখো; বুদ্ধ-ঈশা ওঁদেরকে লোকপুরোহিত বলে ডেকো"। যুগপ্রার্থনার সুর এ-ই হোক আজ- 'স্বভাবমন্ত্রটা ঠিক করে দাও, ঠিক করে দাও, ওগো, সূর্যটার নিত্যনিষ্ঠা যতটুকু!