আজ সারারাত ছিল স্বপ্ন অগাধ
মধু রাতে হেসেছিল কৃষ্ণ চাঁদ।
পূর্ণিমা সে রাত যেন ভোর সকাল
কৃষ্ণচূড়া বনে আজ মাধুবী বিকাল।
নয়ন ছিল মোর ময়ূর আলো
আজ সারারাত আমার স্বপ্ন ভালো।
তুলসী বনে যে বেজেছিল বাঁশি
নয়ন আমার আলো কৃষ্ণ মন হাসি।
রাধার কোমল মন ওড়না মেঘ
মধু রাতে সে ছিল মিষ্টি আবেগ।
মিষ্টি মন দেখেছিল কৃষ্ণ চাঁদ
আজ সারারাত ছিল স্বপ্ন অগাধ!