ভোর  থেকে বৃষ্টিতে ভিজে গেছে আমার পৃথিবী,
আপাদ - মস্তক ভিজে।
বড় গাছ, ছোট গাছ, ধারালো কাটার গাছ হয়ে জঙ্গলে দাড়িয়ে ভিজেছি একা।
নৌকায় দাড়িয়ে ভিজেছি, আবছা চোখে তাকিয়ে দেখেছি ধোঁয়াশা মাখা বৃষ্টির ফোঁটারা মিশে গেছে অস্তিত্বের মাঝে।
বুকের উপর দিয়ে উড়ে যায় এক সারি সাদা বক ওদের তৃতীয় জন আমার অদৃষ্ট।
হঠাৎ বৃষ্টি থেমে গেছে, চোখের কোণে এখনো বৃষ্টির না বলা কথা।
আবছা আলোয় আকাশে এখন ডানাহারা 'চাঁদপাখি'
স্থিত স্হানু একা।।