বৃত্তের বাহিরে এসে দু-আঙ্গুল বাড়িয়ে একটি মুষ্টিবদ্ধ হাত পেয়েছিলাম। আমার দুধসাদা আলতো হাতে জড়ানো সেই হাত।


কপালের বা পাশে কাজলের কালি মাখা একটি টিপও পেয়েছিলাম। যেখানে ছিল পাশের পাড়ার বুড়ির অভিশাপ থেকে মুক্ত হওয়ার প্রার্থনা।


পেয়েছিলাম স্বচ্ছ অমৃতসম দুগ্ধ। দীর্ঘ ছয় মাস যা আমার অদৃশচ শক্তি দিয়েছে। দিয়েছে মস্তিষ্কের বল। চিনতে দিয়েছে পৃথিবীর লাল। নীল।


******
আমি আজ মুক্ত। কুন্ঠাভরে দিকদর্শন করি শত ন্যায়নীতি,
চেতনা আর ইশ্বরের প্রতিটি দর্শন। সবই তো তোমার হাতে হাতখড়ি।


মিথ্যে বলেছি মা ?