চিন্তার ভূইঁফোড় দিয়ে আরেকটি মহাজাগতিক কাব্যের অপেক্ষা। দূর্ভিক্ষের অনাহারি কাঙ্গালের চেয়েও অধীর আগ্রহের অপেক্ষা।


দিন মাস কাল একটি অপেক্ষার জন্য অপেক্ষা। অনলে পোড়া এক একটি মাটির সাজের পেয়ালার মত অপেক্ষা। শীতের সকালে খড়কুটোর দহনে তপ্ত গরম ছোঁয়ার অপেক্ষা।


অপেক্ষা। হৃদয়ের ইষ্টকর্ম যাচ্ছে প্রহরের শহরে। সেখানেও অপেক্ষা। প্রতিটি জীবনের অপেক্ষা। প্রতিটি আগমনের অপেক্ষা।


অতঃপর একটি সুনির্দিষ্ট মৃত্যুর অপেক্ষা। অপেক্ষা। চিরন্তন।