হেটে হেটে আর ব্যাস্ত পথ খুজিঁ না। সহজেই গা বাচিয়ে ফিরতে চাই। ব্যাধবিদ্ধ চ্যাপ্টা দেহে প্যাঁচের আবরণ ভালো লাগেনা। একটি সহজকে খুজিঁ প্রাণপণে চেষ্টায়।


পাখির ডানায় যেন তাকালেই তা পাই -
নীল আকাশে যেন হাত ছুঁলেও তা পাই -


শহরের প্রতিটি চায়ের কাপে,ধোঁয়া ওঠা গরম জলের সংস্পর্শে,মুক্ত ঠোঁটে আবার কবিতার বাণে,আমি মুক্ত হতে চাই,ব্যাধিব্যাস্ততার উল্টোপথযাত্রায়। একেবারে পুরোপুরি বাহিরে এবার। সত্যি চাই।