দুপুরবেলার রোদ্দুরে রাস্তার দুপাশের ফুলগুলো নেতিয়ে যায়।
ভ্যাপসা গরম রোদচশমা ভেদ করে সোজা যুবকের চোখের মনিকোঠরে। ঠাই পায়না সস্তায় কেনা টি-শার্টের নরম স্পর্শ। মধুস্পর্শ।


চুপিচুপি ঘ্রাণের খোঁজে চিমটি কেটে আরেকবার টি-শার্টে নাক ছুঁইয়ে দেওয়া। উহুঁ ! অসহ্য…


বেশ এভাবেই যুবকের দিনকাটে। প্রতিদিন সস্তায় কেনা টি-শার্টে পারফিউমের বন্যা বইয়ে দিয়ে সূর্য্যটাকে প্রদক্ষিণ,প্যান্টের পকেটে ঘামে ভেজা সতেরটি টাকা আর একটি ফুলের খোঁজে। রাস্তার ফুল নয়, জ্যান্ত ফুল।


২৩.০৫.১৪ইং