ঘর চুইয়ে ল্যাম্পপোষ্টের মাথা ছুঁই ছুঁই
দাড়িঁপাল্লার হিসেবে একেবারে বেমানান
শহুরেদের শহরে বৃষ্টির অপেক্ষায় কাকপাখিরা
আযানের তোপে আয় জোরসে আয় -
বৃষ্টি আয় !


লাঙ্গলের ফলা আর চোখে পরে না দিনেদিন
শকুন্তলার সাপেরা বর দেয়না সতী নারীদের
মাটির ঢিবিতে জ্বলেনি আর কেরোসিন কুপি
নাদের মিয়ার গীতে আয় জোরসে আয় -
বৃষ্টি আয় !


বৃষ্টি আয় - ইশ্বরের বন্দনার মাঝে,
স্রোতের মতো বারবার ফিরে আয়।
প্রতিটি প্রেম। ভালোবাসায়। আয়।


২৫.০৫.১৪ইং