জ্যামিতিক ছোঁয়া কলমের ব্যস্ততা কিনে নেয়
নখের আচড় অসহ্য
জ্যামিতি পাল্টে দেয় বিভূতির অন্ধকার।


এবড়োথেবড়ো রাত -
তোমার ছোঁয়া আমার স্পর্শের চেয়েও ভয়ঙ্কর !


প্রহর ফুরোনোর তালে সন্ধ্যা চাঁদ মরে যায়
আর একটু চাই
জ্যামিতির পৃষ্ঠা অনেকটা বাকি


১৪ আষাঢ় ১৪২১