পাতানো ভোর চালতার ফুল ছুঁয়ে যায়
ছোট্ট জলপাই চারা আড়ালের গানে ব্যতিব্যস্ত
হিজলের ডালে অসুখেরা বাসা আনে
হিজলের বুকে তবুও প্রেম আছে -


ওপাশের ডাঙ্গায় ছইয়ের নাও ঘুমিয়ে বেড়ায়
পাতাবাটা সর্ষের দল ইলিশের গন্ধে পোড়ে
কেউ বোঝেনা দু'আনার দুঃখ
কেউ বোঝেনা সকালেও রাত হয় -


একটুখানি দ্বিধা পথভোলার স্বপ্ন কিনে
বাকিটুকু হাতড়ায় ভোর,
অবেলায় ভোর ছুঁয়ে !


১৭ আষাঢ় ১৪২১