যে পোড়ায়
সেও পোড়ে


রাঙ্গাবো বলে কাদামাটির পুতুল শুকিয়েছি
পসরা সাজিয়েছি অবেলার মেঘ নিয়ে
উঠোনের কোনায় হাতছানি ঘুমিয়ে বেড়ায়
উঠোনে হাসফাঁস করে অবুঝেরা খুব


বেলায় বেলায় রোদ নুয়ে দিন হয় আকাশে
মেঘেদের হারিয়ে ফিরি, কেউ নেই !


২১ আষাঢ় ১৪২১