ছিঁড়ে যাচ্ছে পাতানো রাতগুলো
বুকের পাহাড়ে ক্ষতিকারক এসিডের ভার কংক্রিটসম ওজন বাড়িয়ে দিচ্ছে


আমার দেহ পোড়াগাঁও
আমার আমি অশুদ্ধ


হাহাকারগুলো ঢিবি ভেঙ্গে উবে আসে
রংচঙে হাসফাঁস হাতেখড়ি দেয় অজস্র।


তোমার নামে শেষ হয়
তোমার নামে কান্নাময়


রাতভর অসহ্যতা লটকিয়ে দেয় সিলিংয়ের ডাটে।


২৮ আষাঢ় ১৪২১