কৃত্রিম শব্দে বেধেঁছি এ প্রহর
কৃত্রিম হয়েছি আমি --হয়তো গন্ধেরা সুভাষিত হয় অতন্দ্র ঘ্রাণের মাসতুতো;
তুমি নও কৃত্রিম
তুমি সত্ত্বার প্রেম
তুমি হাতকড়ি ! ভুল?কে বেধেঁছে প্রহর?কিংবা আমায়?


আজ বিকেলের হাওয়া ছুঁয়ে উবে যাই
আজ বিকেলের হাওয়া হই; তোমায় খুঁজে যাই!


২৪ শ্রাবণ ১৪২১