কালিমায় আচ্ছন্ন পুঞ্জমেঘদল হাত নাড়ে
কালিমায় ললাটে ঘাম জমেছে
বুকফাটা ঘামে ললিত অভিশাপ


অতিন্দ্রীয় বসন্ত কালসাপেরা ঘিরে রয়
কেটেছে সুখকীর্ত্তন আর বেচেঁ থাকার রাত
যা থাকে বাকি তা কালিমার আপাতত


এরপর পেরিয়ে যায় যুগপূর্তির মহাউৎসব
আমি নেই আমার মন ও মনের সন্ধিস্থলে


১৩ ভাদ্র ১৪২১
সি য়া মু ল হা য়া ত সৈ ক ত