বনলতার হাতে শপথভঙ্গ
শেখাতে শেখাতে কেউ শিখিনি আজ চোরচক্র মনের দ্বারে।
তুমি ফাঁকি দাও
আমি মরে যাই
বুকের উঠোনে অবোধের চাষাবাদ, আমি চাষী নই!
বেয়ে উঠি শুকনো মাচাঙ্গের কোণ ধরে
ভেঙ্গে যাবে তা খুব দূরে নয়


তুমি তো একের পর এক নতুন হাতের ছোঁয়া পাও
আমি তো চাই একটু স্বস্তি, কেউ তো বাঁচতে শেখাবে!


অপেক্ষা আকাশ ফুলের…