সুচরিতা,
আমার লেখা সাধারণ এই কবিতা
আজকের মতোই কোন এক দিন
তুমি আবার যখন একান্তে পড়বে
তুমি তখন কি বেশ বদলে যাবে ।


আগের থেকে আরও বেশি সুন্দর
বাসন্তী রঙ শাড়ি সযতনে পড়বে
কপালে টিপ চোখে কাজল আঁকবে ।


সেই কোন শিশির ভেজা দিনে
সূর্যাস্তে কিংবা জ‍্যোৎস্নাভাসি রাতে
যখন প্রিয় কোন কবিতা পড়বে
তোমার হৃদয় জানি ছুঁয়ে  যাবে ।


আবার পড়ন্ত বিকেলে ম্লান আলোতে
অন‍্য শহরে উন্মনা যখন হেঁটে যাবে
তুমি তখন কি আমাকে মনে করবে ।


তখন তোমার সব চাওয়া ফুরাবে
সমৃদ্ধ জীবনে অফুরান পাওয়ায়
নতুন সম্পর্ক গড়েছ যত্নে ভালবাসায়
পুরনো দিন ভুলেছ বিস্মৃত অবহেলায় ।


তবু  যখন আমার এই কবিতা পড়বে
জেনো একটি জিনিস সত্য থাকবে
তোমাকে কেউ আগের মতোই
ভালবাসবে ।


ইতি .....