ভোর হতে প্রহর বাকি, এখন নিশুতি রাতে
জমে আছে ভয়ের কুয়াশা মনের আকাশে,
নিভেছে জোনাকি আলো, নিষ্প্রভ ম্লান তারা
জীবনে কত কিছু চাওয়া, প্রাপ্তি শুধু শূন্যতা ।


সূর্য ওঠার দিন শেষ এই অজানা ভয়
জেগে আছে অতন্দ্র আঁধারে এক টুকরো আজ,
ভয়, যদি আর কোন দিন না আসে আঁখি পাতে
দোলাচলে তাই কাটে রাত, অসমাপ্ত শেষ কবিতা ।


ভোরের আলোয় তখন চরাচর ভরে ।


                                     - শিবব্রত দে