এই ভাবে কি চলে যেতে হয়
এই ভাবে কি কেউ যায় নিঃশব্দে
 হয়তো কিছু অভিমান ছিল মনে ।


যদিও এত দিন দুর পথে
মধ‍্যাহ্নের খর রোদ্দুরে,
গ্রীষ্মের দাবদাহে ছায়া ছিল না
কিন্তু বর্ষার সংকেত'তো ছিল
আসন্ন গোধূলি আলো বাতায়নে ।


ফল্গুধারার মতো আশা ছিল
ঐকান্তিক বসত প্রিয়জন পাশে
তবুও  পিছুটান হ'ল উপেক্ষার  ভাষা ?
জীবন পড়ে রইলো পিছনে ।