কত সহজে পারলে
স্মৃতি-বিস্মৃতির ধূলোয়
ঢেকে নিতে অলস দুপুর
আর প্রিয় সে গুলো
নিজ স্বত্ত্বা জড়িয়ে ছিল
যে দিন গুলোয়।
                 নিজেকে ঢেকেছো
                 সাত-রঙ্গা রঙ্গিন মোড়কে।
                 চলার পথে
                 এক লাঠিকে ভর করে
                 চলেছো ছান্দিক কোরাসে।
আমার স্বত্ত্বাকে কুরে কুরে খায়
অলৌকিক অথচ
বিষাক্ত এক ঘুন পোকায়
নিজেকে ঢেকেছি আমি
সে ঘুনপোকার উচ্ছিষ্টে।
              আর এভাবেই বেচে আছি
              তোমার অগোচরে অলক্ষ্যে।।


রচনা কাল- ০১/১০/১৯৯৭ইং
২২/০৫/১৯৯৮ইং তারিখে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের অংকুর থেকে প্রচারিত।।