তোমার চেনা মুখে
প্রতি-বিম্বিত আমার প্রতিচ্ছবি
যদি স্মরণ যোগ্য হয়
তবে একটি অলস মূহুর্ত
আমাকে দিও।
          তুমি সূদুর নিহারিকা
          বিপুল সুখ গগণে
          প্রাচুরয্য আর প্রাসাদের-
          স্বেত প্রস্তরের রাখী বন্ধনে।
আমি নষ্ট সময়ের কাছে
ভ্রষ্ট এখন,
না আছে সাধ্য-সম্বল
তোমাকে ফেরাবার।
          স্বপ্ন নিয়েও খেলতে পার
          স্বপ্নেও ভাবিনি
           তাই বিস্মৃতির রাস্তায়
           আজও দাড়িয়ে
           প্রতিশ্রুতির ছেড়া রশি ধরে।
দাড়িয়ে বিরহ সাগরের
বেদনা সৈকতে
যার প্রবল জলোচ্ছাস
আমাকে ভাসিয়ে নেয়
যন্ত্রনার অতল তলে
আমি ডুবে যাই
মৃত্যুহীন মৃত্যু যন্ত্রনায়।।


০৭/০৫/১৯৯৮
পান্থপাড়া, যশোর।