ধীরে ধীরে কাটছে মিনিটের পর মিনিট নিঃশব্দে নিশ্চিত তোমার অপেক্ষায়
প্রেম আহরণের প্রক্রিয়ায়, কবিতারা তারা খসা দেখে বর্ষার রাত মনে করায়...
সময়ের আজ অসামান্য ক্ষতি হয়ত প্রবহমানতায়।  
প্রস্তাবনায় সন্মাননীয় স্বঘোষিত স্বেচ্ছাচারী কবি, মনে অপ্রাপ্তি তবু দোলা খায়!
ধর্মটর্ম নয়, জীবনানন্দ - নজরুল - গীতাঞ্জলির আবর্তের স্পর্শ মায়ায়।
মায়াকোভস্কি - পাবলো নেরুদা - গার্সিয়া লোরকা, যেমন আসা-যাওয়া করেন....
কবি জমিনে চাইতে আশ্রয় নোঙর করি, কবিজনমের অবগাহনের শুনি সাইরেন।


আয়োজনহীন একটা বর্ষারাত একা একা ফাকা যায়
তবু আরো একটু পরে একা আর থাকতে চাইবে না এ শরীর
রেওয়াজে কেবল কবিতাবন্দি তোমাকে দেখতে চাইছে না - একান্তে আমার মন।  
আদিঅন্তহীন এ উদ্যোগের উদ্ভাসিত এ অনুভবে, জলধারার ন্যায় ঝরে পরতে চাই
ট্রাম লাইনের সমান্তরাল পথে নয়, মহোনায় সাগর সঙ্গমের উদ্যামে...
তোমাদের পরিচিতজনের কাছে আজও আমার কোন পরিচয় নেই!
তোমায় তবু পাজাকোলে তুলে - ঠোটের উপর আঙ্গুল রাখার এখন অধিকার জন্মেছে...।