চল গিয়ে একটু গঙ্গার ঘাটে বসি
সামনে জল আর পড়ন্ত বিকেলের সূর্য্য
অগণিত মানুষের কোলাহলে থেকে একটু দূরে
এই বাতাস কি ভয় পায় ?
আর ওই পাখিরা ?
আমাকে যে বাসী ভাতের কবিতা লিখতে হয় !


আমাকে একটু নদীর বুকে হাঁটতে শিখিয়ে দিবি ?
যদি অনেক অনেক মৃত তাঁরার কান্না শুনতে পাস
দেখবি আমি হেঁটে পার হয়ে গেছি নদী ।
ওই গোধূলি আকাশটার মতো রঙিন হয়ে
আমি তোর বুকে আমার চোখের জল মুছবো
এবার যদি না দিস আমায় হাঁটতে শিখিয়ে ।