আমার নিষ্পাপ তাড়নারা...
মুক্ত করে নিমজ্জিত বিষাদ হতে
ভয় বিরাগহীন ক্রমবর্ধমান আগ্রাসনে।
বিষণ্ন ক্ষুব্ধ আক্রোশ উন্মত্ত জনে জনে
সমাজ প্রদত্ত বৈধতা প্রদান করে
নিঃসঙ্গতার নির্জনে নির্বাসিত পরিবর্তনে।
বাঁচতে চাওয়া সন্ত্রাসীর বন্দুক থেকে
অসন্তুষ্ট সংবিধান মৌলিক অধিকারে!
ব্যক্তিস্বাধীনতা ক্ষীণ মানুষের সমাগমে
সম্ভাবনা প্রমাণ সাপেক্ষ জনসমর্থন বিচারে
সদিচ্ছায় সঙ্কটের স্থাপন সভ্যতা নির্মাণে।
রসিকজন সমঝদার কেনা যায় বাজারে
আমি সাধারণ-করি আত্মমন্থন...
জনরুচি আজও সমর্থন দেয় যে তারে!