আমার পৃথিবীটা ক্রমশই ছোটো হয়ে আসছে
আমাকেও অস্থির করে তুলছে , পরিচয় !
সমুদ্রের গর্জন আর পাখিদের কোলাহল কেন
জানিনা ,  স্থিমিত হয়ে যাচ্ছে - সূর্য্যের আলো ।


কর্ম হীন শ্রমিকের কণ্ঠ , ঘরে তার স্ত্রী - সন্তান
সমাজ মুক্তি - ধর্ম মোহ হীন , জীবন অসাড় !
ক্ষেতের কৃষক ,  দিনমজুর আরও অসহায় যত
আমি তাদের বোধ - বুদ্ধি আত্তীকরণ করছি ।


আমার পৃথিবীটা ক্রমশই ছোটো হয়ে আসছে
আমাকেও অস্থির করে তুলছে , পরিচয় !
ধায় মহামারী - প্রাণ যায় শত শত , গভীর ক্ষত
জন্ম নেয় , নিভৃতে নিত্য রক্তক্ষরণ অবিরাম  ।


নিষ্পাপ রঙিন  , ঈশ্বর প্রেরিত সন্তান শত শত
ক্রুশবিদ্ধ হতে থাকে তাদের ভবিষ্যৎ অবিরত !
তরুন প্রজন্মের প্রেমিক - প্রেমিকা ,  আজ বাঁচে
একা , শিহরণ জাগে আমার শিরশ্ছেদ হয় সে আঁচে ।