আরও খানিকটা খুজে পাওয়া শহর আমাকে পেরোতে দাও
আমাদের সভ্যতা ছিল যে এখানে
এই যে দেখছ লতাগুল্মে ঢাকা আকাশচুম্বি ইমারত  
এখানেই বসবাস করত আমাদের পূর্বপুরুষ


যে নদীটাকে আজ বইতে দেখছ সে আগেও বইত এরকম
অনেক কাল মানব সভ্যতা থেকে দূরে থেকে সে
নিজের প্রবাহকে করেছে খানিকটা স্পষ্ট সচ্ছ জলের ধারায়  
যে বাতাসে বিশুদ্ধ শ্বাস নিচ্ছ সে আগে ছিল কিছুটা দূষিত


কি আশ্চর্য শহরটা আজ আমাদের দিকে তাকিয়ে
ইমারত গুলি তাদের শরীরের লতাগুল্মকে সাচ্ছন্দে বাড়তে বলছে
কি তরতাজা সবুজ ওদের শরীর ওরাও আকাশ ছুয়ে ফেলবে এবার
পূর্ণ চাঁদের জোছনায় শহরটাকে  বৃষ্টিতে ভিজতে দেখতে চাইছি আমি


পরমাণু হামলায় শহরের যে দিকটা মরুভূমি হয়ে গেছিল
পৃথিবী নিজে সেই ক্ষত সারিয়ে তুলেছে নিজে নিজে
সেখানে হরিণ শাবক সবুজ ঘাসের গালিচায় খেলা করছে
দেখছি শুনছি অনেক অনেক সাদা পায়রা আর শহর জোড়া পাখির কলতান    


সমগ্র শহরটা একসঙ্গে অনেক মানুষ দেখে কেমন যেন বিমর্ষ হয়ে গেল
সমগ্র শহরটা মানুষের ভাষায় কথা বলে উঠল-হে মানব জাতি
আমি তোমাদের বিমূর্ততার ছবি আঁকি তোমরা এক নও-বিভেদের মন্ত্রের লাজ  
রাজা-প্রজা-শাসক-কবি-কুমোর-কামার-অভিনেতা-গণতন্ত্র-সমাজতন্ত্র-সাম্যবাদে নেতা