তুমি কি রেখেছ বন্ধু মনে ?
আমার চলার পথ ।
শত - সহস্র বঞ্চিত মানুষের
জন্য , নিয়ে আসা বিপ্লব ।
আমি হেঁটেছি গুয়েতেমালা হয়ে
কিউবার জল - জঙ্গল - দুর্গম পথে ঘাটে ,
আমি হেঁটেছি সম্রাজ্যবাদী আর
পুঁজিবাদী দের বিরুদ্ধে দিনে - রাতে ।
আমি ঘরের কোনে , পাহাড় গুহায়
কখনোই বসে কাঁদিনি একা ।
চোখের সামনে অত্যাচারী , তাই
বুকের মাঝে বিপ্লব নিয়ে দিয়েছি দেখা ।
যদি সময়ের আবর্তে কখনও
বিপ্লবী শক্তি ক্রমশই ক্ষয়ে যায় !
আমিও আবার আসবো ফিরে , চেতনায়
বাঁচতে শেখাব আবারও - মৃত্যুকে করে জয় ।


তুমি তো বন্ধু , শিক্ষিত হয়েছ অনেক
তোমার নীরবতায় ছিলো তথ্য ও যুক্তি ,
তুমিতো কখনও কেবল মুক্তিযোদ্ধা ছিলেনা ,
তোমার পথেই ছিলো নিপীড়িত মানুষের মুক্তি ।
আজ বুঝি পয়সা দিয়ে বিপ্লব কেনা যায় ?
বুঝি সস্তা জনপ্রিয়তা নিয়ে বিপ্লবী হওয়া যায় ?
এ বিশ্বে কখনও কোনোও এক ব্যক্তির খিদে পায়না
ভাগ্য নির্ধারন হোক গণতন্ত্রেহীনতায় , তাও চাইনা ।
ভুলিনি বন্ধু - বলিভিয়ার জঙ্গলে
তোমার নিথর দেহের স্থির হয়ে যাওয়া দুটি চোখ !
ভুলিনি বন্ধু - জীবন মানে
জীবনের উর্দ্ধে বেঁচে থাকায় - তোমার সে সুখ !
শতচ্ছিন্ন পোশাকে ছিলো শুকনো রক্তের দাগ
ধুলো মাখা শরীর আর নীরবতায় ছিলো , সে রাগ ।
ভুলিনি তোমায় বন্ধু , যদিও আমি কমরেড নই
বুঝেছি বন্ধু - ভালোবাসা থাকলে বিপ্লব আসবেই ।