১.
এ কোন ধর্ম ?
মানুষ মানুষকে বিধর্মী বলে !
মানুষের কাছে মানুষও যে ভিক্ষা করে
রাজা , রাজত্বের অধিকার , রাজতন্ত্র জন্ম নিল কবে ?
পাহাড় , নদী , দেশ , কাঁটাতারের বেড়া
মানুষের কাছে আজ প্রয়োজন হীন
মানুষের ইতিহাস !


২.
নষ্ট হয়ে যায় দেহ শশ্মান আর কবর থাকে সাক্ষী
পথে এগিয়ে যাচ্ছে পথ খুঁজতে খুঁজতে !
জীবন ঋণী থেকে যায় তোমার কাছে জানতে চেয়ে
অনেক অনেক শক্তিশালী হতে হয় ভালোবাসতে ।


৩.
আমি তোমাকে ঘৃণা করিনি কোনদিন ,
সকল অবসাদেও আমাকে পরাস্ত করতে পারিনি
তঞ্চকতা আমাকে জড়িয়ে বাঁচতে পারেনি আজও ।
এবার সাফাই গাইতে গাইতে নৌকা ভাসাব না
যারা বেঁচে আছেন আপনারা একবার প্রণাম করুন
এ প্রকৃতি , এ পৃথিবী আপনাদের আজো ভালোবাসে ।