সূর্য্যের আলো , অনেক আলো
গাছের পাতাগুলো আজ অনেক সবুজ
যেন যৌবনের ডালি নিয়ে ফুলের দল
মাধবি লতা - বেল - জুঁই - কৃষ্ণচূড়া
আমি হেঁটে পৌঁছে গেলাম তোমার কাছে
তোমার হাত ধরলাম
তুমিও পাশে ছিলে
জীবনের বাকী পথ একসাথে হাঁটবো বলে।
নিয়ন আলো জ্বলতেই বৃষ্টি নেমেছিল !
অতীত , সাময়িক সুখের জন্মদান করে
কখনও - কখনও , তুমিও কি এভাবে পাও ?
আমি হেঁটে এসেছি অনেক পথ
কিন্তু আর সুখ ফিরে আসেনি !
আজ তুমি আর পাশে নেই বলে ।