একলা ঘরে অসংখ্য শূন্যতায়
ছুঁতে তোমাকে ছুটে যাই মন চায়
ভুলেই যাই যত কবিতা কবিতায়
একলা কথা বলি আমি ,  বুঝি অসহায়


শব্দরাশির মিছিল এসে দাঁড়ায়
অনুভূতির আচ্ছন্নতায় ভাবতে থাকি
পিঠে পুলির পৌষ - সংক্রান্তির সময়
জাননো হয়নি , আমিও আছি বিষন্নতায়


আমিও একদিন পঞ্চমুণ্ডি আসন খুঁজবো
যেখানে তোমরা রক্তস্নাত হয়ে ভক্ত হও
আমার হৃদয়ে গভীর গর্ত খুঁড়ে দেখতে পারো
রং পাল্টে , পোষ্টারে সেঁটে তোমার ছবিও


নিরীহ মানুষগুলো রাস্তায় হাঁটে
শীতের সকালে কাকভেজা হয়ে
অনুভূতি কাঁপতে থাকে আমার হৃদয়ে , রাতে
দেশ কাল সীমানার ভালোবাসা চলে নিয়ে


দায়হীন দয়াহীন দ্বিধাহীন হয়ে
যিনি পুঁজিতে পুজিত হন , ডাকিনা তারে
নদীর পারাপারে বসি ছোটো ডিঙ্গায়
বুকের ভিতর উথালি পাথালি তবুও নদী বয়