আমি ফিলিস্তিন কিংবা ইসরায়েল জানিনা
আমি কেবল মানুষের চোখে দেখি সমুদ্র ঢেউ
তাই যদি হই এই শতাব্দীর মানবজাতির কেউ
মানুষের শব্দে মানুষের বেঁচে থাকার কবিতা লিখবোই


আমার আগুনে আমার ব্যাথা তোমাদের কান্নায়
সবুজের সজীবতার আহ্বানে থেকো প্রতীক্ষায়
বীজ পাবে উর্বর জমি আকাশ ভরবে জোছনায়
যারা সৃষ্টি করে ধংসের ইতিহাস পথ হারাবে সেথায়


চোরেদের মহারাজ আজ দলবদ্ধভাবে
শতেক ফন্দি আঁটেন আবার শোষণ করবে কি করে
আমরা বোকা হই তাদের সৃস্টিশীলতার পথ ধরে
তুমিও ভুলে থাকতে চাও সন্তান বড় হয় কিসের তরে


মানুষের প্রয়োজনে একদিন ঘুম ভাঙবে তোমার
আগুন পাখির গানে নিরবতার সরিয়ে সে চাদর
আগুনের তৃষ্ণা মিটিয়ে ছিনিয়ে নিতে দায় স্বধীনতার
সেদিনও ডাক শুনেনিও  মানুষের মলিনহীন আত্মার


শহরের সকল পানশালা আজ বন্ধ
ফিরে গেছে নগ্ননর্তকীদের দল তর্কের তরজায়
একদল মানুষেরা আজ আনন্দ করবেনা
একজন ভিখারিনি সন্তানের মুখোমুখি প্রেম চায়