আমি সে নবাব নই
যে তার যৌনতার ক্ষুরধারে
তোমার মতনই কতই না নারীর যোনিতে
পরীক্ষিত সুপুরুষ ।
অবশেষে তাজ মহলের তলদেশে ঘুমন্ত তুমিও
কারন তুমিও নবাবের প্রেমিকা  !


নারী ! অমোঘ নিয়তি
আমি একাকী আজও পথ চলতি কেউ
তবে কি জান,  কুকুরেরাও করেনা ঘেউ ঘেউ
আমি দেখেছি তোমার বাবার বয়সি কেউ
লালসায় তাদের চোখ জ্বলেছে !
আমায় ভেবেছে কি তাদেরই কেউ ?


আমি দেখেছি সে রানীকেও
নারী করেছে নারীত্ব হরণ
যারা ফেরেনি নীড়ে , আজ তারা
রাজপুত্রের যৌনদাসীদের ভীড়ে !


মিছিল চলছে , মিছিলে মিছিলে মাতামাতি
ওরা টাকা পায় , হয় ধনী রাতারাতি
সেও অভিনয় পারে , বৃহত্তর আন্দোলন করে
মানুষই নিজেদের নির্ধারন করেন , আমি ক্ষুদার্থ ।


আমি আমার আমিত্ব ছুড়ে ফেলে দিই
তোমাদেরই বুদ্ধিমানের দলে
আমি শীতার্ত , জানি তুমিও মূক - বধিরের
অভিনয় জানো ,  আমায় জড়িয়েছে ইতিহাস ।