চিলে কোঠার ছাদে
বাঁধা এন্টেনা দিকে তাকাতেই
রাতের আকাশের তাঁরা দিকে চোখ চলে যেত ,
সকল ভাবনা মুক্তি নিত
এন্টেনা হয়ে যেতো জাহাজের মাস্তুল
আমি নাবিক , পথ খুঁজতাম নতুন দেশের ।
আমার অপলক দৃষ্টি কেবল তাঁরাদের দিকে ,
অথচ - পলকে ভাবনায় কলম্বাসের নতুন দেশ !
অনেক নতুন মানুষ , সকলের নতুন পোশাক
নতুন জুতো , বাতাসে শিউলির গন্ধ
বাবা , মা আর তাদের সন্তানাদি সকলেই আনন্দে
হেঁটে বেড়াচ্ছে পাহাড়ি রাস্তায় ।
বাচ্চারা সকলেই আনন্দে হাসছে , নাচছে
সকলেই আমার দিকে এগিয়ে আসছে
বড়দের সকলের হাতে ফুলের তোড়া
আমি যে নতুন কলম্বাস ।


হালকা শীত আর কুয়াশায় সকাল হয়ে আসছে
আশ্চর্য্য ,  কানে ভেসে আসছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের
ওঁ জয় ও্ঁ দেবি চামুণ্ডে জয় ভূতাপহারিণি
জয় সর্বগতে দেবি কালরাত্রি নমোঽস্তু তে ,
জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী
দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোঽস্তু তে ,
মধুকৈটভবিধ্বংসি বিধাতৃবরদে নমঃ
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি..