মেঘে ছেয়ে গেছে আমার শহর
অঝোরে বৃষ্টি হচ্ছে আমার ঘরের চারিদিকে
দেবদারু আর কৃষ্ণচূড়ার মাথা দুলছে ঘরের সম্মুখে
রাস্তায় গাড়ি গুলো আলো জ্বালিয়ে চলছে
মাঝে মাঝে তাদের হর্নের শব্দ শুনতে পাচ্ছি ।


বৃষ্টি নিয়ে মেঘ ধাবিত হচ্ছে আকাশে
ভারাক্রান্ত লাগছে নিজেকে ভীষণ বিরহে
চারিদিকে সুরের মূর্ছনায় প্রকৃতি
গুরুগম্ভীর মেঘের ডাকে ডোমরুর ধ্বনি
পাতায় পাতায় বৃষ্টি ঝরার শব্দে ঝংকারিত
কোথায় তুমি প্রেয়সী
তোমার আকুল গানের সুরে ভেসে যেতে চাই আমিও ।


আজ এই বৃষ্টিস্নাত রাত যদি না শেষ হয়
যে নৌকাটি বাধা ছিল গঙ্গার ঘটে যদি সে ডুবে যায়
সূর্য্য কি নিশ্চিত দেখতে পাচ্ছে এ পৃথিবী ঠাণ্ডা হয়
এমন বৃষ্টি কি হচ্ছে তোমার শহরেও
তবে কি আজ হবে আদি অন্তহীন মহাপ্রলয়
তবে কি আজ ঘর হারাবে মানুষ পশু পাখিরা
নিবীর ঘন অন্ধকার চারিদিকে কিছুই দেখতে পাচ্ছি না
আগামী কালের সূর্যকেও যদি না দেখতে পাই আমি
শুধু ভালোবেসেছি প্রিয়া অন্তিম কালে তুমিই যে দামি ।