চলতি পথে আবার রাতে তোমার হাত ধরে,
চাঁদের আলো ভীষণ ভালো আপন নিল করে।
দুখের কালে বেদন যত করল মাথা নত,
পরশ তব এতই দামি নিমেষে ধায়ে রত।
পারোই যদি বলতে তুমি প্রেমের যত কথা,
পথের ধারে শিশুর পানে চাইনা কোন ব্যাথা।
শ্রমিক শিশু অনাথ শিশু সড়ক শিশু তরে,
আনিও আজ প্রভাত সাজ খুশির পথ ধরে।
খাদ্যের দায় বসন দায় নীড়ের দায় আছে,
সকল দায় পালায় আজ তোমার পিছে পিছে।
মানুষ ধর মানুষ কর মানুষ ওরা ওরে,
বাঁচতে চায় তবুও হায় মানুষ খুন করে!
আবার এসো চলতি পথে আমার হাত ধরি,
তোমার আলো ভীষণ ভালো আপন নিও করি।