কখনও সখনো নিজেকেই বেমানান লেগেছিল
অনন্ত আনন্দের বন্যায় শোকহীন , মোহহীন থেকেছি
আমার ঠোঁট দুটো দিয়ে স্পর্শ করতে চেয়েছি
তোমার উরু - জংঘার মসৃণ স্পর্শে
ঘুম ভেঙেছে আমার শৈশবের ।
বিপণন নারী না তুমি অন্তঃস্থ প্রকৃতি
আসলে তুমি আমার প্রেমই হবে
তুমি সর্বদাই পরিপূর্ণ
সর্বত্রই সকল আধার এবং পরম তুমি ।
আমার স্নায়ু বীণায়
পাঞ্চভৌতিক জ্ঞান উর্দ্ধে ঝংকারিত হও
স্বেচ্ছায় অবতীর্ণ হও নিয়ন্ত্রণ হারিয়ে ,
চুম্বন ছোঁয়া লেগেছে
পারিজাত ঝরে পড়েছে
স্বর্গের আর্ত তার জনস্রোতের লোভে
শতক সহস্র বছর ধরে
তুমি কি কোন দিন খুঁজেছো ?
আমি তোমাকে খুঁজেছি
অন্ধকার থেকে আলোয় উদ্ভাসিত ভোর
জ্ঞান আর কর্মের পথ ধরে ।
প্রিয়তমা হে - প্রেমিক আমি
প্রাক্তন করে দিও না , ভালোবেসে ।