তুমি শক্তি দিয়েছ
শক্তির ক্ষমতা অনুভূত হয়েছে
তুমি প্রলয় দিয়েছে
প্রলয়ের ক্ষমতা অনুভূত হয়েছে


ধ্বংস আর সৃষ্টির মাধ্যমে সচলায়তন দেখেছি
মানুষ তার মানবিকতার উপরে হত্যা দেখেছে
মানুষই ভালোবেসেছেন বারুদের গন্ধ
মানুষ হিসেবে মানুষই থেকেছে শ্রেণী বিভাজনে অন্ধ


তোমাদের আছে প্রচারের মোচ্ছব
ভাত চাই - আমাদের ভাত দাও
আমাদের খিদে আছে নেই ক্ষোভ
সমস্যা সমাধানে নেই আমাদের ক্ষমতার লোভ


আজও কারা যেন আসেন সন্যাসীর বেশে
রাত্রি দেখে বেলান মায়া আর মমতার নেশা
মাঝরাতে মাঝে মাঝে মনে হয় আমি বড় একা
নিদ্রাহীন চোখে তারা দিয়ে যান দেখা


তুচ্ছতাচ্ছিল্য আজ শশ্মান আর গোরস্থান
মন্দির মসজিদ আর স্বৈরাচারীর অবস্থান
কে আছো মন্দিরে কে আছো মসজিদে
কে আজও ডেকে যায় কেবল ভোট দিতে হবে বলে