নি:শব্দে বোঝাপড়া চলতে থাক - স্বাধীনতার আশ্বাস !
যেমন টি ঠিক নদীর ঢেউ আর বহমান বাতাস
হয়ত তুমি নদীর বাঁধ দিতে পার কিংবা বন্ধ করতে পার আমার নিঃশ্বাস
স্থির সময়ে হয়ত আমি থেমে যাব কিন্তু বেঁচে থাকবে তোমার প্রতি আমার বিশ্বাস ।


অভুক্ত না থাকতে - যেমন প্রতিদিন আমি খাই
কেবল তোমায় ভালবাসবো বলে - যেমন বাঁচার রসদ পাই
বেদনায় যেমন আমার অশ্রু ঝরে - স্বাধীন তুমি কার তরে
আমায় প্রেমিক কর আর থাক সহবাসে অন্য কারো ঘরে !


স্বাদহীন স্বাধীনতা আর পরাধীনতার লাজ
শৈশব কৈশর যৌবন নেয় কেবল সময়ের তাজ
তোমাকে ছেড়ে থাকতে যখন আমার আজো লাগেনা ভালো
আমাকে ধর্মের অধীন কর না-রক্ত জমাট বেঁধে হয়েছে যে কালো
ভয় পেয়োনা লক্ষ্মীটি - তুমি যে আজ বীর্যে বিষ মেশাতে শিখেছ !
শব্দহীন সময় স্বাধীন - নদীর ঢেউ আর বহমান বাতাস প্রকৃতির অধীন - ভুলেছ !