আরও কতপথ পরম ধৈর্যে থাকবো অপেক্ষায়  
ওগো সুন্দরী?
আলো ফেলে ফেলে পথচলে আমার পান্ডুলিপি তায়
ওগো আমার প্রেয়সী।


বুকভরা অবিশ্বাস আর শঙ্কায় দাঁড়িয়ে থাকতে
গণতন্ত্র?
অপমানের আয়োজনে সে আমার ভাতৃকূল মাতে
বিশ্ব গণতন্ত্র।
শিলচড় কিংবা তিনসুকিয়ায় রাষ্ট্রের নিরাপত্তায়
নাগরিক?
কিভাবে নিরন্তর প্রয়াসে খেদিয়ে  দাও বলা যায়
ভাগ্য বিধাতা হাসে !


আমি যে অহংকারি নয় সে কথাটাও ঠিক নয়
আমি ভাষার অহংকারি।
আমি আজও হতে চাই সৈনিক একুশে ফেব্রুয়ারির
বাচি আজও ভাষার আশ্রয়ে।
অনুভব করি পথেঘাটে বাসেট্রামে কোন যুবতির ঠোটে
ভাষা পিপাসার্ত জনতায়।
ভয়ংকর ছিল দেশভাগ আর রাজনীতি মুখর ব্যস্ততায় দাংগা
চুড়ান্তে আজ হতে হবে যে চাংগা।


যেদিন এ পৃথিবীটা ধংস হবে আর কেউ বেচে থাকবে না
সেটা আর হচ্ছে না কারন তোমায় ভালবাসি।
আরও কতপথ পরম ধৈর্যে থাকবো অপেক্ষায় তাচ্ছিল্যহীনতায়
আমার প্রেয়সী।