তুমি কি ভাবছ সব ভাল আছি
আমরাই আজ, তাই
অনুভব থাক সেই পথে পুরো
গোলাপের কাঁটা দেখ
সকালে ও সাঁজে, প্রতিদিনই
গোলাপ কিন্তু রাজি
ফোটে অগোচরে, দৃষ্টি বদল
চাই অনুভবে, কাজ
করে প্রতিদিন কবির খেয়ালে
রোজনামচায়, আসে
প্রতিরোধ কেন? তবে কলমের
আস্ফালন কভু যেন
মাথানত করে নাকো, তরবারি  
অসহায় হোক, জানি
ডাকবে মজুর, কৃষক জননী।
রক্তচক্ষু আর তুমি
ধর্ষিতার সে পরিজন জানে
কতখানি আজ থেকে
অগ্নি পতন হতে পারে তার
অধিকারে রোজ, যার
ত্যাগে তুমি মাটি পাও সমাজের
শাসকের রূপে, আর
বাদকের সাজ পরে এ নাচের
মঞ্চে ঘোষক, কর
নিজেকে জাতীয় মূল্যবোধে হবে
মুল্য আপনার! জেনে
কণ্ঠ তোমার পদতলে সেজে
লাজহীন আজ তুমি।
বাহুবলে আজ পরিচয় চাও?
যেন একদিন দেব
শেষ আঘাতের শেষে ঋণশোধে।
জন্মভুমিও দেবে।