প্রতিরোধ , মূল্যবোধ , চেতনায়
ঈশ্বরও যখন স্বয়ং খোঁজেন জাতিস্মর
মহাশূন্য মগজে ঘুরপাক খায়
মহাশূন্য আরও মুখোস শূন্য আরও মহাশূন্যে
ঈশ্বর বিভাজনের পটভূমি স্নিগ্ধময় নগ্নতায়
নেপথ্যে দীর্ঘশ্বাস আর অবচেতনে চোখের জল


আগুনে আগুনে মৃত্যুমিছিল অব্যহত
নবজাতক ভোর দেখছে পৃথিবীকে
তুমি শরীর থেকে নির্গত হয়ো না
কে গর্ববোধ করে ? হিংস্রতায় ক্ষতিগ্রস্ত সকাল
এ আঁধারের সাজ এলাকায় কার্ফূজারি
তোমরা অবুঝ নও , না না না নও


রক্তাক্ত লাশও রক্তজবার মতো
তোমাদেরই আশ্বাস , আমাদের গুরত্ব আর দাবী
কে থাকে ব্যস্ত ? পাপ - পূণ্যের দূরত্ব মাপতে
বিশ্বস্য মৃত্যু দৃশ্যমান তবুও নির্বোধ বিবেক
জানি তুমি কখনোই শিহরিত হবেনা !
কেন আমি খুঁজে ফিরি ফেলেচলা মানুষ অবলা